গীতিকার: লালন ফকির
শিরোনাম: না পড়িলে দায়েমী নামাজ সে কি রাজি হয়
না পড়িলে দায়েমী নামাজ সে কি রাজি হয় ।
কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই ॥
বলেছেন তার কালাম কিছু আন্তা আবুদু ফান্তা রাহু ।
বুঝিতে হয় বোঝা কেহ দিন তো বয়ে যায় ॥
এক আয়াতে কয় তাফাক্কারুন বোঝো তাহার মানে কেমন ।
কলুর বলদের মতন ঘোরার কার্য নয় ॥
আঁধার ঘরে সর্প ধরা সাপ নাই প্রত্যয় করা ।
লালন তেমনই বুদ্ধিহারা পাগলের প্রায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৩৫