গীতিকার: লালন ফকির
শিরোনাম: নবীর আইন বোঝার সাধ্য নাই
নবীর আইন বোঝার সাধ্য নাই ।
যার যেমন বুদ্ধিতে আসে বলে বুঝি তাই ॥
বেহেস্তের লায়েক আহাম্মক সবে তাই শুনি হাদীস কেতাবে ।
এমতো কথার হিসাবে বেহেস্তের গৌরব কীসে রয় ॥
সকলে বলে আহাম্মক বোকা আহাম্মক পায় বেহেস্তে জায়গা ।
এত বড়ো পূর্ণ ধোকা কে ঘুচাবে কোথা যাই ॥
রোজা নামাজ বেহেস্তের ভজন তাই করে কি পাবে সে ধন ।
বিনয় করে বলছে লালন থাকতে পারে ভেদ মুর্শিদের ঠাই ।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা