গীতিকার: লালন ফকির
শিরোনাম: নাই সফিনায় নাই সিনায় দেখো খোদা বর্তমান
নাই সফিনায় নাই সিনায় দেখো খোদা বর্তমান ।
রুপ না দেখে সেজদা দিলে কোরাণে হারাম ফরমান ॥
বরজোখ ব্যাতীত সেজদা কবুল করেনা খোদা
সকলই হবে বে ফায়দা বেজার হবেন সোবাহান ।
রুপ না দেখে বসে কূপে কারে ডাকো মোমীন চাঁন ॥
আলহামদু কুলহু আল্লা এই দেহেতে আছে মিলা
আত্তাহিয়াতু আত্মায় আল্লা তিনে দেহ বর্তমান ।
মানবদেহে বিরাজ করে খোদ খোদা স্বরুপ রতন ॥
লাহুত নাসুত মালাকুত জাবরুত তার উপরে আছে হাহুত
কোরাণে রয়েছে সাবুদ পড়ে করো গুরুধ্যান ।
নয় দরজা মেরে তালা বরজোখে করো ছোড়ান ॥
স্বরুপ রুপ যাকে বলে মুর্শিদের মেহের হলে
জাবরুতের পর্দা খুলে দেখায় তারে স্বরুপ বর্তমান ।
সিরাজ সাঁই বলেরে লালন আর কবে তোর হবে সাধনজ্ঞান ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা