গীতিকার: লালন ফকির
শিরোনাম: নামাজ পড়বো কিরে মক্কাঘরে বাঁধলো গণ্ডগোল
নামাজ পড়বো কিরে মক্কাঘরে বাঁধলো গণ্ডগোল ।
মক্কাঘরের চারিপাশে সব দেখি উলুর পাগল ॥
ছয়জনা মুসুল্লি এসে সদাই বাঁধায় গণ্ডগোল যে ।
কারো কথা কেউ না শোনে উলু দেয় আর বাজায় ঢোল ॥
মক্কাঘরের মধ্যে শুনি একজন দেয় শিঙ্গায় ধ্বনি ।
কি নাম তার নাহি জানি ক্ষণেক বলে হরিবোল ॥
মানুষমক্কায় পড়ো নামাজ তাতেই রাজি সাঁই বে নেয়াজ ।
ভক্তিপ্রেম মিশিয়ে ভজে ভেবে লালন হয় উতল ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা