গীতিকার: লালন ফকির
শিরোনাম: নাপাকে পাক হয় কেমনে
নাপাকে পাক হয় কেমনে ।
জন্মবীজ যার নাপাক বলে মৌলভীগণে ॥
কোরাণে সাফ শোনা যায় নাপাক জলে জান পয়দা হয় ।
ধুলে কি তা পাক করা যায় আসল নাপাক যেখানে ॥
মানুষের বীজে হয়না ঘোড়া ঘোড়ার বীজে হয়না ভেড়া ।
যে বীজ সেই গাছ মুল্লুক জোড়া দেখতে পাই নয়নে ॥
ভিতরে লালসার থলি বাইরে জল ঢালাঢালি ।
লালন বলে মন মুসল্লি তোর ঠিক পড়েনা মনে ॥

তথ্য