গীতিকার: লালন ফকির
শিরোনাম: নারীর এত মান ভালো নয়গো কিশোরী
নারীর এত মান ভালো নয়গো কিশোরী ।
যত সাধে শ্যাম তত বাড়াও মান মান বাড়াও ভারী ॥
ধন্যরে তোর বুকেরই জোর কাদাও তুমি জগদীশ্বর করে মান জারি ।
ইহার প্রতিশোধ নিবেন কি সেই শ্রীহরি ॥
ভাবে বুঝলাম দড় শ্যাম হইতে মান বড় হলো তোমারই ।
থাকো থাকো প্যারী দুদিন বাদে জানা যাবে জারিজুরি ॥
তোমরা কে দেখছো কোথায় নারী পুরুষকে পায়ে ধরায় সে কোন নারী ।
রাগে কয় বৃন্দে ফকীর লালন কী জানে তারই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৪১