গীতিকার: লালন ফকির
শিরোনাম: নীচে পদ্ম উদয় জগতময়
নীচে পদ্ম উদয় জগতময় ।
আসমানে যার চাঁদচকোরা কেমন করে যুগল হয় ॥
নীচের পদ্ম দিবসে মুদিত রয় আসমানেতে তখন চন্দ্রোদয় ।
তারা দুইয়েতে এক যুগল আত্মা লক্ষ যোজন ছাড়া রয় ॥
গুরু পদ্ম হলে শিষ্য চন্দ্র হয় শিষ্যপদ্মে গুরু আবদ্ধ রয় ।
ফকীর লালন বলে এরুপ হলে যুগল আত্মা জানা সহজ হয় ॥

তথ্য