গীতিকার: লালন ফকির
শিরোনাম: নিরাকারে একা ছিলো হুহুঙ্কারে দোসর হলো
নিরাকারে একা ছিলো হুহুঙ্কারে দোসর হলো ।
গুপ্তকথা বলতে আমায় কত নিষেধ করেছিলো ॥
হুহুংকার ছাড়িলে যখন খুলে গেলো নূরের বসন ।
সে নূরি বরকতকে তখন মা বোল বলে ডেকেছিলো ॥
খুলিলেন মা হাতের কঙ্কনী বসন কেন খুলিলেন আপনি ।
হাসান হোসাইন কানের বালি নবী আলী এই পাঁচজন হলো ॥
কুদরতে হয় নূর সিতারা তাইতে মা তোর নাম জহুরা ।
লালন হয়ে দিশেহারা জহুরা রুপ প্রকাশিলো ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১১২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা