গীতিকার: লালন ফকির
শিরোনাম: নিরাকারে দুইজন নূরী ভাসছে সদাই
নিরাকারে দুইজন নূরী ভাসছে সদাই ।
ঝরার ঘাটে যোগান্তরে হচ্ছেরে উদয় ॥
একজন পুরুষ একজন নারী ভাসছে সদাই বরাবরই ।
উপরওয়ালা সদর বাড়ি যোগ তাতে দেয় ॥
মাসান্তে সেই দুইজনা আবেশে হয় দেখাশোনা ।
জেনেছে সেই উপাসনা সেই ভাগ্যোদয় ॥
যে চিনেছে দুই নূরীকে সিদ্ধি হবে যোগে যোগে ।
লালন ভেড়ো পলো ফাঁকে মনেরই দ্বিধায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১১২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৪৬