গীতিকার: লালন ফকির
শিরোনাম: নীরে শুনি নিরঞ্জন হলো
নীরে শুনি নিরঞ্জন হলো ।
নূর ছিলো কি পাজা পাজা এরা কোন নূরে এলো ॥
কোন নূরে হয় আসমান যমীন কোন নূরে হয় পবনপানি ।
কোন নূরে ভাসিলেন গণি সে নূরে কোন নূর আসিলো ॥
তুয়া নামে রক্ত পয়দা কোন নূরে গঠিলো খোদা ।
আরশ কুরসি মোহাম্মদা কোন নূর জুদাই করিলো ॥
আদম বলো কোন নূরে হয় মা হাওয়া কি সে নূরে নয় ।
কয় রতি নূর ঝরে কোথায় ইহার ভেদ খুলে বলো ॥
মোহাম্মদ যে নূরে হয় খাতুনে জান্নাত কি সে নূরে নয় ।
সিরাজ সাঁই কয় লালন তোমার দেখো কোথা নূরের বসতি ছিলো ॥

তথ্য