গীতিকার: লালন ফকির
শিরোনাম: নবী বাতেনে তে হয় অচিন
নবী বাতেনে তে হয় অচিন ।
নূর তাজাল্লা হবে রে যেদিন ॥
যারে বলি এই অটল নবী দ্বীন দুনিয়ার যোগ মিশায়ে করেছেন খুবি ।
যার মরণ নাই কোনকালে তারে চেনো মন অতিগহীন ॥
মনের উপর নড়েচড়ে নীরে ক্ষীরে যোগ মিশায়ে ভাসলেন কাদেরে ।
হলো নূর সে অধর রসে পুরা তারে ডাকো রব্বুল আলামিন ॥
সূরা ইয়াসিনের বিভাব হবে যেদিন মীম আল্লা বারিতালা ঐ চিনারেই চিন ।
লালন বলে সে ভেদ জানো যেদিন হবে আইনাল একিন ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা