গীতিকার: লালন ফকির
শিরোনাম: নবী দ্বীনের রসুল নবী খোদার মকবুল
নবী দ্বীনের রসুল নবী খোদার মকবুল
ঐ নাম ভুল করিলে পড়বি ফ্যারে হারাবি দুই কূল ॥
নবী পাঞ্জেগানা নামাজ পড়ে
সেজদা দেয় সে গাছের উপরে সেইনা গাছে ঝরে পড়ে ফুল ।
সেই ফুলেতে মৈথুন করে দুনিয়া করলেন স্থুল ॥
নবী আউয়ালে আল্লাহর নূর
দুওমেতে তওবার ফুল তিনমেতে ময়নার গলার হার ।
চৌথমেতে নূর সিতারা পঞ্চমে ময়ূর ॥
আহাদে আহমদ বর্ত
জেনে করো তাহার অর্থ হয়না যেন ভুল ।
ফকীর লালন ভেদ না বুঝে হলো নামকূল ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৩০