গীতিকার: লালন ফকির শিরোনাম: নবী একী আইন করিলেন জারি
নবী একী আইন করিলেন জারি । পিছে মারা যায় আইন তাই ভেবে মরি ॥ শরীয়ত আর মারেফত আদায় নবীর হুকুম এই দুই সদাই শরা শরীয়ত মারেফত নবুয়ত বেলায়েত
জানতে হয় গভীরই ॥ নবুয়ত অদেখা ধ্যান
বেলায়েত রূপের নিশান নজর একদিক যায় আর দিক আঁধার হয় দুইরুপে কোনরূপ ঠিক ধরি ॥