গীতিকার: লালন ফকির
শিরোনাম: নবী একী আইন করিলেন জারি
নবী একী আইন করিলেন জারি ।
পিছে মারা যায় আইন তাই ভেবে মরি ॥
শরীয়ত আর মারেফত আদায়
নবীর হুকুম এই দুই সদাই
শরা শরীয়ত মারেফত নবুয়ত বেলায়েত জানতে হয় গভীরই ॥
নবুয়ত অদেখা ধ্যান বেলায়েত রুপের নিশান
নজর একদিক যায় আর দিক আঁধার হয়
দুইরুপে কোনরুপ ঠিক ধরি ॥
শরাকে সরপোষ লেখা যায়
বস্তু মারফত ঢাকা আছে তায়
সরপোষ থুই কী তুলে দিই ফেলে লালন তেমনই বস্তু ভিখারী ॥

তথ্য