গীতিকার: লালন ফকির
শিরোনাম: নবী না চিনলে সে কী খোদার ভেদ পায়
নবী না চিনলে সে কী খোদার ভেদ পায় ।
চিনিতে বলেছেন খোদে সেই দয়াময় ॥
যে নবী পাড়ের কাণ্ডার জিন্দা সে চারযুগের উপর ।
হায়াতুল মুরসালিন নাম তার সেইজন্য কয় ॥
যে নবীর হলো ওফাত সে নবীই আনফাসের সাথ করবেন সাক্ষাৎ ।
লেহাজ করে জানলে নেহাত যাবে মনের সংশয় ॥
যে নবী আজ সঙ্গে তোর চিনে মন তার দাওন ধরো ।
লালন বলে যদি কারো পারের সাধ হয় ॥

তথ্য