গীতিকার: লালন ফকির
শিরোনাম: নবী সাবুদ করে লও চিনে
নবী সাবুদ করে লও চিনে ।
তার কালেমা সাবুদ হবে দেখবি নয়নে ॥
যার কলেমা পড়ো তারে লও চিনে ।
যে নবী সঙ্গে ফিরে তারে লও জেনে ॥
যে নবী করবেন পার জিন্দা সে চারযুগের উপর ।
হায়াতুল মুরসালিন নাম তার সেইজন্যে ॥
লাকুম দ্বীনুকুম এ কথা বলে কোরাণে ।
কোন নবীর কেমন আইন জানবি তার মানে ॥
কোন নবীর হলো ওফাত কোন নবী হয় বান্দার হায়াত ।
কোন নবী হলো কাণ্ডারী দেখো মদীনে ॥
সিরাজ সাঁই বলেরে লালন নবী চিনো আগে ।
কলেমা সাবুদ হলে যাবি নিত্য ভুবনে ॥
নাম শুনে চেনে যারা নবীর ইয়ার তারা ।
না দেখে চিনবি তোরা কেমনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা