গীতিকার: লালন ফকির
শিরোনাম: নবীজি মুরিদ হইলো ফানা ফাইয়া কুনে
নবীজি মুরিদ হইলো ফানা ফাইয়া কুনে ।
বেখুদি পেয়ালা নবী খাইলেন কি জন্যে ॥
চার পেয়ালা দুনিয়ায় শুনি ।
কোন পেয়ালা খাইলেন তিনি জন্মে নবী মলেন কি কারণে ॥
আমেনার উদরে বলো কী প্রকারে নবীর জন্ম হলো ।
লালন বলে একী হলো কোরাণে কি তাই শুনি ॥

তথ্য