গীতিকার: লালন ফকির
শিরোনাম: নবীজি মুরিদ কোন ঘরে
নবীজি মুরিদ কোন ঘরে ।
কোন কোন চার ইয়ার এসে চাদোয়া ধরে ॥
যার কালেমা দ্বীন দুনিয়ায় সে মুরিদ হয় কোন কালেমায় ।
লেহাজ করে দেখো মনুরায় মুর্শিদতত্ব অথৈ গভীরে ॥
উতারিলো তারে কোন পেয়ালা জানিতে উচিত হয় নিরালা ।
অরুণ বরুণ জ্যোতির্মালা কোন যোগাশ্রয়ে সাধ্য কারে ॥
ময়ূর ময়ূরীলীলে কোন যোগাশ্রয়ে প্রকাশ করিলে ।
সিরাজ সাঁই ইশারায় বলে লালন ঘুরে মলি বুদ্ধির ফ্যারে ॥

তথ্য