গীতিকার: লালন ফকির
শিরোনাম: নবীর আইন পরশরতন চিনলিনা মন দিন থাকিতে
নবীর আইন পরশরতন চিনলিনা মন দিন থাকিতে ।
সুধার লোভে গরল খেয়ে মরলি রে বিষজ্বালাতে ॥
নূর নবীজির তরিকা ধরো রোজা করো নামাজ পড়ো ।
নবীর তরিক না ধরিলে রে ঠেকবি পদে পদে ॥
নিরাশ মানুষের কথা শুনে মনে লাগে ব্যাথা ।
লালন বলে ভাঙবে মাথা পড়বিরে কাঠমোল্লার হাতে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা