গীতিকার: লালন ফকির
শিরোনাম: নবীর নূরে সয়াল সংসার
নবীর নূরে সয়াল সংসার ।
আবহায়াতে আহাদ নূরী জিন্দা চার যুগের উপর ॥
অচিন দলে আদ্যমূল তুয়া গাছে তওবার ফুল ।
যার হয়েছে সেই ফুলের উল চৌদ্দ ভুবন হয় দীপ্তকার ॥
খোদ বীজে বুক্ষ নবী সেই নূরে হয় আদম সফি ।
রপ্তে নূরের ছবি এলো রে আব্দুল্লার পর ॥
একভাণ্ডে জীব ও পরম ভিন্নরুপ ধরণ করণ ।
সিরাজ সাঁই বলেরে লালন মুর্শিদরুপে পরোয়ার ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা