গীতিকার: লালন ফকির
শিরোনাম: নবীর তরিকতে দাখিল হলে সকলই জানা যায়
নবীর তরিকতে দাখিল হলে সকলই জানা যায় ।
কেন রে মন কলির ঘোরে ঘুরছো ডানে বায় ॥
আউয়ালে বিসমিল্লা বর্ত মূল জানো তার তিনটি অর্থ ।
আগমে বলেছে সত্য সে ভেদ ডুবে জানতে হয় ॥
নবী আদম খোদ বেখোদা এ তিন কভু নাহি জুদা ।
আদমে করিলে সেজদা আলকজনা পায় ॥
যথায় আলক মোকাম বারি সফিউল্লা তাহার সিড়ি ।
লালন বলে মনের বেড়ি লাগাওরে মুর্শিদের পায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা