গীতিকার: লালন ফকির
শিরোনাম: নৈরাকারে ভাসছে রে এক ফুল
নৈরাকারে ভাসছে রে এক ফুল ।
সে যে ব্রহ্মা বিষ্ণু হরি আদি পুরন্দর তাদের সে ফুল হয় মাতৃকুল ॥
বলবো কি সেই ফুলের গুণ বিচার পঞ্চমুখে সীমা দিতে নারে নর ।
যারে বলি মূলাধার সেহি তো অধর ফুলের সঙ্গ ধরা তার সমতুল ॥
নীরে অন্ত নাই স্থিতি সে ফুলে সাধকের মূলবস্তু এই ভূমণ্ডলে ।
বেদের অগোচর সে ফুলের নাগর সাধুজনা ভেবে করেছে তার উল ॥
কোথা বৃক্ষ কোথারে তার ডাল তরঙ্গে পড়ে ফুল ভাসছে চিরকাল ।
কখন এসে অলি মধু খায় সে ফুলি লালন বলে চাইতে গেলে হয়রে ভুল ॥

তথ্য