গীতিকার: লালন ফকির
শিরোনাম: নজর একদিক দাওরে
নজর একদিক দাওরে ।
যদি চিনতে বাঞ্ছা হয় তারে ॥
লামে আলিফ রয় মনে মানুষে সাঁই আছে তেমন ।
নীরে ক্ষীরে তেমনই মিলন বলতে নয়ন ঝরে ॥
কে ছোট কে গাছ বীজে কে আগে কে হলো পিছে ।
দাসী হলে গুরুর কাছে দেখায় দুইচোখ ধরে ॥
না বুঝে যায় সে কাজে বললো কী কথা মরি লাজে ।
লালন বলে দুই নৌকায় পা দিলে অমনি পাছা যায় চিরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা