গীতিকার: লালন ফকির
শিরোনাম: নজর একদিক দিলে আরেকদিকে অন্ধকার হয়
নজর একদিক দিলে আরেকদিকে অন্ধকার হয় ।
নূর নীর দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায় ॥
নবী আইন করলেন জগতজোড়া সেজদা হারাম খোদা ছাড়া ।
সামনে মুর্শিদ বরজোখ খোড়া সেজদার সময় থুই কোথায় ॥
সকল রাবেতা বলে বরজোখ লিখলো দলিলে ।
তুমি কারে থুয়ে কারে নিলে একমনে দুই কই দাড়ায় ॥
যদি বেলায়েতের হতো বিচার ঘুচে যেত মনের আঁধার ।
লালন ফকীর এধার ওধার দোধারাতে খাবি খায় ॥

তথ্য