গীতিকার: লালন ফকির
শিরোনাম: নতুন দেশের নতুন রাজন
নতুন দেশের নতুন রাজন ।
এসেছে এই নদে ভুবন ॥
যার অঙ্গে এই অঙ্গধারণ তারে তো চিনো নই তখন ।
মিছে কেন করছো রোদন ওগো যশোদা এখন ॥
ভাবনা কি আর আছে তোমার তোমার তো গৌরাঙ্গ কুমার ।
সাঙ্গপাঙ্গ লয়ে এবার শান্ত করি এ ছার জীবন ॥
ভক্তি ভক্তের সঙ্গধারী অভক্তের অঙ্গ না হেরি ।
লালন কয় সে বিনয় করি আমার কেবল মিছে যাজন ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা