গীতিকার: লালন ফকির
শিরোনাম: ও দেল মোমীনা চলো আবহায়াত নদীর পারে
ও দেল মোমীনা চলো আবহায়াত নদীর পারে ।
শ্রীগুরু কাণ্ডারী যার রয়েছে হাল ধরে ।।
সে ঘাটে জন্মে সোনা কামী লোভী যেতে মানা ।
সে ঘাটে জোর খাটেনা চলো ধীরে ধীরে ।।
যার ছেলে কুমিরে খায় তার দেলে লেগেছে ভয় ।
ঢেকি দেখে পালায় আবার বুঝি আমারে ধরে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা