গীতিকার: লালন ফকির
শিরোনাম: ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা
ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা ।
কুলশীল ইস্তফা দিয়ে হতে হবে জ্যান্তে মরা ।।
থেকে থেকে গোরার হৃদয় কত না ভাব হয়গো উদয় ।
ভাব জেনে ভাব দিতে সদাই জানবি কঠিন কেমন ধারা ।।
পুরুষ নারীর ভাব থাকিতে পারবিনে সে ভাব রাখিতে ।
আপনার আপনি হয় ভুলিতে যেজন গৌররুপ নিহারা ।।
গৃহে ছিলি ভালই ছিলি গৌরহাটায় কেন মরতে এলি ।
লালন বলে কী আর বলি দুকুল যেন হোসনে হারা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৯২