গীতিকার: লালন ফকির
শিরোনাম: ও যার আপন খবর আপনার হয়না
ও যার আপন খবর আপনার হয়না ।
একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা ।।
ও সাঁই নিকট থেকে দূরে দেখায়
যেমন কেশের আড়ে পাহাড় লুকায় দেখনা ।
ঘুরে এলাম সারা জগত রে তবু কোলের ঘোর তো যায় না ।।
আত্মারুপে কর্তা হরি
সাধন করলে মিলবে তারই ঠিকানা ।
তুই বেদ বেদান্ত পড়বি যত রে তোর বেড়ে যাবে লখনা ।।
অমৃতসাগরের সুধা
পান করিলে ক্ষুধাতৃষ্ণা রয়না ।
লালন মলো জল পিপাসায় রে কাছে থাকতে নদী দেখনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৯৮