গীতিকার: লালন ফকির
শিরোনাম: ও মা যশোদে তাই আর বললে কি হবে
ও মা যশোদে তাই আর বললে কি হবে ।
গোপালকে যে এটো দিই মা যে ভাব ভেবে ।।
কাধে চড়ায় কাধে চড়ি যে ভাব ধরায় সেই ভাব ধরি ।
এ সকল বাসনা তারই বুঝেছি পূর্বে ।।
মিঠার লোভে এটো দেই মা পাপ পুণ্যির জ্ঞান থাকেনা ।
গোপাল খেলে হই সান্তনা পাপ পুণ্যি কে ভাবে ।।
গোপালের সঙ্গে যে ভাব বলতে আকুল হই মা সেসব ।
লালন বলে পাপ পুণ্যি লাভ ভুলে যাই গোপালকে সেবে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৮৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৯৪