গীতিকার: লালন ফকির
শিরোনাম: ও মা যশোদে তোর গোপালকে গোষ্ঠে লয়ে যাই
ও মা যশোদে তোর গোপালকে গোষ্ঠে লয়ে যাই ।
সব রাখাল গেছে গোষ্ঠে বাকী কেবল বলাই কানাই ।।
ওঠো রে ভাই নন্দের কানু বাথানেতে বাঁধা ধেনু
গগনে উঠিলো ভানু আর তো নিশি নাই
কেন মায়ের কোলে ঘুমায়ে রলি এখনো কি তোর ঘুম ভাঙ্গে নাই ।।
গো চারণে গোষ্ঠের পথে কষ্ট নাই মা গোষ্ঠে যেতে
আমরা সবাই স্কন্ধে করে গোপাল লয়ে যাই
তোর গোপালের ক্ষুধা হলে দণ্ডে দণ্ডে ননী খাওয়াই ।।
আমরা যত রাখালগণে ঘুরি সবে বনে বনে
সারাদিন জনে জনে যত ফল যে পাই
ফকীর লালন বলে রাখাল ফল খেয়ে
মিঠে হলে তোর গোপালকে খাওয়ায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৮৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা