গীতিকার: লালন ফকির
শিরোনাম: ও প্রেম আর আমার ভালো লাগেনা
ও প্রেম আর আমার ভালো লাগেনা ।
তোমার প্রেমের দায়ে জেল খাটিলাম তবু ঋণশোধ হলোনা ।।
একদিন তো গিয়েছিলাম সেই যমুনার ঘাটে
কত কথা মনে পলো গো পথে
আমি রাধে সারা নিশি কাঁদিয়া বেড়াই তবু তো দেখা দিলে না ।।
তোমার সঙ্গে প্রেম করিয়ে হলো জ্বালা
সে প্রেমের জন্যে গাঁথিলাম বিনে সূতার মালা
প্রেম বিলায় কি ছালা ছালা সেটা মনে থাকে না ।।
সে প্রেমের মূল্য দিতে কূলমান যায়
তারে বুঝি গো রাখা হলো দায়
তাই লালন কয় শ্যাম রাইয়ের প্রেম বুঝি আর হলোনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা