গীতিকার: লালন ফকির
শিরোনাম: ও ভাণ্ডে আছে কত মধুভরা খান্দানে মিশগা তোরা
ও ভাণ্ডে আছে কত মধুভরা খান্দানে মিশগা তোরা ।
নবীজির খান্দানে মিশলে আয়নার পৃষ্ঠে লাগবে পারা ।।
যেদিন জ্বলে উঠবে নূর তাজেল্লা এই অধর মানুষ যাবে গো ধরা ।
আল্লা নবী দুই অবতার এক নূরেতে মিলন করা ।।
ঐ নূর সাধিলে নিরঞ্জনকে অমনি যাবে ধরা ।
ফকীর লালন বলে সাঁইর চরণে ভেদ পাবা না মুর্শিদ ছাড়া ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১১০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা