গীতিকার: লালন ফকির
শিরোনাম: অবোধ মন তোরে আর কি বলি
অবোধ মন তোরে আর কি বলি ।
পেয়ে ধন হারালি ।।
মহাজনের পুজি এনে ছিটালি উলুবনে ।
কী হবে নিকাশের দিনে সে ভাবনা কই ভাবলি ।।
সই করিয়ে পুজি তখন আনলিরে তিন রতি এক মন ।
ব্যাপার করা যেমন তেমন আসলে খাদ মিলালি ।।
করলি ভালো বেচাকেনা চিনলেনা মন রাঙ কি সোনা ।
লালন বলে মন রসনা কেন সাধুর হাটে এলি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৫৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৭০