গীতিকার: লালন ফকির
শিরোনাম: অধরাকে ধরতে পারি কইগো তারে তার
অধরাকে ধরতে পারি কইগো তারে তার ।
আত্মারুপে চলে ফিরে মানুষ মারা কলের উপর ।।
প্রেমগঞ্জের রসিক যারা কামগঞ্জে ভুল
কামে থেকে ধরতে পারে তরঙ্গের কুল
এ পারেতে বসে দেখি ঐ পারেতে মূল
মানুষ মারি মানুষ ধরি মানুষ খবরদার ।।
শূণ্যের উপরে ধুনক ধরা বেজায় বিষম ফল
ছলকে পলকে হেলে পড়ে অ্যায়সা মজার কল
ক্ষণেক ধরা ক্ষণেক অধর পথ ছাড়া অপথে চল
ক্ষণেই নিরাকার মানুষ ক্ষণেই আকার ।।
ও সে আবার ভাঙা যন্ত্র বাজে ঠসঠস
পাকে পাকে তার ছিড়ে যায় করে খসখস
সিরাজ সাঁই কয় বাজেনা ভাঙ্গা বাঁশ
লালনরে তোর কেবল দৌড়াদৌড়ি সার ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৪