গীতিকার: লালন ফকির
শিরোনাম: ওগো মানুষের তত্ব বলোনা
ওগো মানুষের তত্ব বলোনা ।
ভাবের মানুষ কয়জনা ।।
এই মানুষে আছেরে মন যারে বলি মানুষরতন ।
মনের মানুষ অধর মানুষ সহজ মানুষ কোনজনা ।।
অটল মানুষ রসের মানুষ সোনার মানুষ ভাবের মানুষ ।
সরল মানুষ সেই মানুষটি কোনজনা ।।
ফকীর লালন বলে মানুষ মানুষ সবাই বলে ।
এই মানুষে সেই মানুষ কোন মানুষের করি ভজনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৮৮