গীতিকার: লালন ফকির
শিরোনাম: ওগো রাইসাগরে নামলো শ্যামরাই
ওগো রাইসাগরে নামলো শ্যামরাই ।
তোরা ধরগো হরি ভেসে যায় ।।
রাইপ্রেমের তরঙ্গ ভারি
তাতে ঠাই দিতে কি পারবেন হরি
ছেড়ে রাজত্ব প্রেমে উন্মত্ত কৃষ্ণের ছিন্ন কাথা উড়ে গায় ।।
চার যুগেতে ঐ কেলে সোনা
তবু শ্রীরাধার দাস হতে পারলোনা
যদি হতো দাস যেতো অভিলাষ তবে আসবে কেন নদীয়ায় ।।
তিনটি বাঞ্ছা অভিলাষ করে
হরি জন্ম নিলেন শচীর উদরে
সিরাজ সাঁইর বচন ভেবে কয় লালন
সে ভাব জানলে প্রেমের রসিক হয় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৮৯