গীতিকার: লালন ফকির
শিরোনাম: ওগো তোমার নিগূঢ় লীলা সবাই জানে না
ওগো তোমার নিগূঢ় লীলা সবাই জানে না ।
নিরঞ্জন যে প্যাঁচের ধারা বোঝা গেলোনা ।।
না ছিলো নূরের বিন্দু না ছিলো নিরাকার সিন্ধু ।
তখন আমার দীনবন্ধু আওয়াজ করে এ ভেদ বলতে মানা ।।
পঞ্চনূরী পঞ্চ অঙ্গে দাড়িয়ে ছিলো প্রেমতরঙ্গে ।
আলিফ লাম মীম কোন অঙ্গে তখন খেলকা তহবন্দ ছিলোনা ।।
খেলকা ছিলো মায়ের উদরে নেংটা এলাম ভবসাগরে ।
লালন বলে বিচার করে তখন লজ্জা শরম ছিলোনা ।।

তথ্য