গীতিকার: লালন ফকির
শিরোনাম: ঐ গোরা কি শুধুই গোরা ওগো নাগরী
ঐ গোরা কি শুধুই গোরা ওগো নাগরী ।
দেখি দেখি ঠাওরে দেখি কেমন শ্রীহরি ।।
শ্যামাঙ্গ গৌরাঙ্গ মাখা নয়ন দুটি আঁকাবাঁকা ।
মন জেনে দিচ্ছে দেখা ব্রজের হরি ।।
না জানি কোন ভাব লয়ে এসেছে শ্যাম গৌর হয়ে ।
কদিন বা রাখবে ঢেকে নিজ মাধুরী ।।
যে হোক সে হোকনা গোরা করবে কুলের কুলছাড়া ।
লালন বলে দেখলো যারা সৌভাগ্য তারই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৮৬