গীতিকার: লালন ফকির
শিরোনাম: ঐ কালার কথা কেন বলো আজ আমায়
ঐ কালার কথা কেন বলো আজ আমায় ।
যার নাম শুনলে আগুন জ্বলে অঙ্গ জ্বলে যায় ।।
তুমি বৃন্দে নামটি ধরো জলে অনল দিতে পারো ।
রাধাকে ভোলাতে তোর এবার বুঝি কঠিন হয় ।।
যে কৃষ্ণ রাখাল অলি তারে ভোলায় চন্দ্রাবলি ।
সে কথা আর কারে বলি ঘৃনায় আমার জীবন যায় ।।
শতেক হাড়ির ব্যাঞ্জন চাখা রাই বলে ধিক তারে দেখা ।
লালন বলে এবার বাঁকা সোজা হবে মানের দায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৫৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা