গীতিকার: লালন ফকির
শিরোনাম: ঐ রুপ তিলে তিলে জপো মনসূতে
ঐ রুপ তিলে তিলে জপো মনসূতে ।
ভুলোনা বৈদিক ভোলেতে ।।
গুরুরুপ যার ধ্যানে রয় কি করবে তার শমন রায় ।
নেচে গেয়ে ভবপারে যায় গুরুচরণ তরীতে ।।
উপর বাড়ি সদরওয়ালা স্বরুপ রুপে করছে খেলা ।
স্বরুপ গুরু স্বরুপ চেলা আর কে আছে জগতে ।।
শমনে তরঙ্গ ভারি গুরু বিনে নাই কাণ্ডারি ।
লালন বলে ভাসাও তরী যা করেন সাঁই কৃপাতে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা