গীতিকার: লালন ফকির
শিরোনাম: ঐহিকের সুখ কয়দিনের বলো
ঐহিকের সুখ কয়দিনের বলো ।
ঐ যে দেখতে দেখতে দিন ফুরালো ।।
হলো আসলে ভুল পাকিলো রে চুল
সুগের তরে ঘুরে ঘুরে বৃথা তোমার জনম গেলো ।।
ভিন্ন ভিন্ন ভাবছো সবে নিত্যসুখে সুখি হবে ।
এমন সুখের লেগে নবীর তরিকে এখন চলো ।।
ইহকালে ভোগ করে সুখ পরে যদি হলো অসুখ ।
এমন সুখের ফল কি আছে লালন বলে ধর্মের জন্য অসুখ ভালো ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা