গীতিকার: লালন ফকির
শিরোনাম: অজান খবর না জানিলে কীসের ফকীরি
অজান খবর না জানিলে কীসের ফকীরি
যে নূরে নূরনবী, আমার তাহে আরশ বারি॥
বলবো কি সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘেরা ।
ধরতে গেলে না যায় ধরা, যৈছেরে বিজরি॥
মূলাধারের মূল সেহি নূর, নূরের ভেদ অকূল সমুদ্দুর ।
যার হয়েছে প্রেমের অঙ্কুর, ঝলক দেয় তারই॥
সিরাজ সাঁই বলেরে লালন, আপন দেহের করো অন্বেষণ ।
নূরেতে নির করে মিলন, থেকোরে নিহারী॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১০৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৩