গীতিকার: লালন ফকির
শিরোনাম: অজুদ চেনার কথা কইরে কলেমা সাবেত করগা যারে
অজুদ চেনার কথা কইরে কলেমা সাবেত করগা যারে ।
কলেমা সাবেত না হইলে রসুল সাবেত হবে নারে ।।
চেয়ে দেখরে মন এই অজুদে, আলিফ হে আর মীম দালেতে ।
আহমদ নাম লেখা তাতে, তাই জানতে হবে মুর্শিদ ধরে ।।
আগে চব্বিশ হরফ করো সন্ধি, তবে দেখতে পাবে নকশাবন্দী ।
তাই দেখলে হয় বন্দেগী, সে আলোক সন্ধি বুঝতে পারে ।।
কোরাণেতে আছে প্রমাণ, এখলাস সুরা এহি কালাম ।
তাই দেখে ফেরেশতা তামাম, আদমকে সেজদা করে ।।
মনসুর হাল্লাজ কলেমা দেখেছিলো, দেখে এশকেতে মশগুল হলো ।
তাইতো আইনাল হক ফুকারিলো, ফকীর লালন কয় ডাকি কই তারে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ০