গীতিকার: লালন ফকির
শিরোনাম: অখণ্ড মণ্ডলাকাং ব্যাপ্তং যেন চরাচর
অখণ্ড মণ্ডলাকাং ব্যাপ্তং যেন চরাচর ।
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর ।।
ব্রহ্মা বিষ্ণু শিবে তিনে ভজে তোমায় নিশিদিনে ।
তোম বৈ জানিনা অন্যে তুমি গুরু পরাৎপর ।।
ভজে যদি না পাই তোমার এ দোষ আমি দেবো বা কার ।
নয়ন দুটি তোমার উপর যা করো তুমি এবার ।।
আমি লালন একই শিরে ভাই বন্ধু নাই আমার জোড়ে ।
ভুগেছিলাম পক্সজ্বরে মলম শাহ করেন উদ্ধার ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা