গীতিকার: লালন ফকির
শিরোনাম: অকূল পাথার দেখে মোদের লাগেরে ভয়
অকূল পাথার দেখে মোদের লাগেরে ভয়।
মাঝি ব্যাটা বড় ঠ্যাটা, হাল ছেড়ে বগল বাজায়॥
উজান ভেটেন দুটি নালে দমদমাদম বেদম কলে।
পবন গুরু সর্বময়॥
প্রেমানন্দে সাঁতার খেলে তাইতে সুধানিধি মেলে।
তার ঘটে পটে এক সত্য হয়॥
সামনে অপার নদী পার হয়ে যায় ছয়জন বাদী শ্রীরূপ লীলাময় ।
লালন বলে ভাব জানিয়ে ডুব দিয়ে সে রত্ন উঠায়॥

তথ্য