গীতিকার: লালন ফকির
শিরোনাম: অমর্ত্যের এক ব্যাধ ব্যাটা হাওয়ায় এসে ফাঁদ পেতেছে
অমর্ত্যের এক ব্যাধ ব্যাটা হাওয়ায় এসে ফাঁদ পেতেছে ।
বলবো কি ফাঁদের কথা কাক মারিতে কামান পাতা
ব্রহ্মা বিষ্ণু নর নারায়ণ সেই ফাঁদে ধরা পড়েছে ।।
লোভের চার খাটিয়ে চার খাবার আশে ।
পড়ে সেই বিষম পাশে কত লোভী মারা যেতেছে ।।
জ্যান্ত মরে খেলে যারা ফাঁদ ছিড়িয়ে যাবে তারা ।
সিরাজ সাঁই কয় ওরে লালন জন্মমৃত্যুর ফাঁদ তুই এড়াবি কীসে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা