গীতিকার: লালন ফকির
শিরোনাম: অন্ধকারে রাগের উপরে ছিলো যখন সাঁই
অন্ধকারে রাগের উপরে ছিলো যখন সাঁই ।
কিসের পরে ভেসেছিলো কে দিলো আশ্রয় ।।
তখন কোন আকার ধরে ভেসেছিলো কোন প্রকারে ।
কোন সময় কোন কায়া ধরে ভেসেছিলো সাঁই ।।
পাক পাঞ্জাতন হইলো যারা কিসের পরে ভাসলো তারা ।
কোন সময় নূর সিতারা ধরেছিলো সাঁই ।।
সিতারা রুপ হলো কখন কী ছিলো তার আগে তখন ।
লালন বলে সে কথা কেমন বোঝা হলো দায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৭৪