গীতিকার: লালন ফকির
শিরোনাম: অন্ধকারের আগে ছিলেন সাঁই রাগে আলকারেতে ছিলো আলের উপর
অন্ধকারের আগে ছিলেন সাঁই রাগে আলকারেতে ছিলো আলের উপর ।
ঝরেছিলো এক বিন্দু হইলো গভীর সিন্ধু ভাসিলো দীনবন্ধু নয় লাখ বছর ।।
অন্ধকার ধন্ধকার নিরাকার কুওকার
তারপরে হলো হুহুংকার ।।
হুহুংকারের শব্দ হলো ফেনারুপ হয়ে গেলো
নীর গভীরে সাঁই ভাসলেন নিরন্তর ।।
হুহুংকারে ঝংকার মেরে দীপ্তকার হয় তারপরে
ধন্ধ ধরেছিলেন পরোয়ার ।।
ছিলেন সাঁই রাগের উপর সু রাগে আশ্রয় করে
তখন কুদরতিতে করিলো নিহার ।।
যখন কুওকারে কুও ঝরে বাম অঙ্গ ঘর্ষণ করে
তাইতে হইলো মেয়ের আকার ।।
মেয়ের রক্ত বীজে শক্ত হলো ডিম্ব তুলে কোলে নিলো
ফকীর লালন বলে লীলা চমৎকার ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৭৫