গীতিকার: লালন ফকির
শিরোনাম: অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায় ।
অমাবস্যা নাই সে চাঁদে দ্বিদলে তার কিরণ উদয় ।।
বিন্দু মাঝে সিন্ধু বারি মাঝখানে তার স্বর্ণগিরি ।
অধর চাঁদের স্বর্গপুরী সেহি তো তিল পরিমাণ জাগায় ।।
যথারে সেই চন্দ্রভুবন, দিবারাতের নাই আলাপনা ।
কোটি চন্দ্র জিনি কিরণ বিজলী চঞ্চরে সদাই ।
দরশনে দুঃখ হবে পরশনে পরশ করে ।
এমনই সে চাঁদের মহিমা লালন ডুবে ডোবেনা তায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৮