গীতিকার: লালন ফকির
শিরোনাম: অন্তিমকালের কালে কী হয় না জানি
অন্তিমকালের কালে কী হয় না জানি ।
মায়াঘোরে দিন কাটালাম কাল হারে দিনমণি ।।
এসেছিলাম বসে খেলাম উপার্জন কই কী করিলাম ।
নিকাশের বেলা খাটবেনা ভোলা আউলো বাণী ।।
জেনে শুনে সোনা ফেলে মন মজালে রাঙ পিতলে ।
এ লাজের কথা বলবো কোথা আর এখনি ।।
ঠকে গেলাম কাজে কাজে ঘিরিলো উনপঞ্চাশে ।
লালন বলে মন কি হবে এখন বলো শুনি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৫৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৭৩